আল মামুন, খাগড়াছড়ি:: খাগড়াছড়ি মহালছড়িতে নিখোঁজের ৭ দিন পর রিফাত হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে জেলার মহালছড়ির চেঙ্গী নদীর মোহনা থেকে স্থানীয় জেলেরা শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে রিফাত হোসেনের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুনুর রশীদ জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল করে মায়ের কাছে হস্থান্তর করা হয়।
তিনি আরোও জানান,গত শুক্রবার (১০ সেপ্টেম্বর ২১) দুপুরে জেলার সদর থানার আওতাধীন উত্তর গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু। ঘটনার কয়েকঘন্টা পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে এক শিশুর মৃতদেহ উদ্ধার করলেও আরেক শিশু নিখোঁজ ছিলো।
বৃহস্পতিবার সকালে মহালছড়ির চেঙ্গী নদী থেকে উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পরিবারকে খবর দেয়া হলে তারা মরদেহটি শনাক্ত করে। লাশের সুরতহাল করে মায়ের কাছে হস্থান্তর করা হয়।