নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ২২ টি প্রতিষ্ঠানিক ও সমিতির পুকুর ও জলাশয়ে ১৩৫ কেজি পোনা মাছ বিতরন করেছে উপজেলা মৎস্য বিভাগ। ৮ সেপ্টম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষের সামনে পোনা মাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা মৎস কর্মকর্তা ড মঈন উদ্দিন আহমদ, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালকের প্রতিনিধি শরৎ কুমার ত্রিপুরা, গুইমারা উপজেলা মৎস কর্মকর্তা (অঃ দাঃ)সুদৃষ্টি চাকমা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন প্রমূখ ।