নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের খাড়িকাটা এলাকা থেকে ইউপিডিএফ (মূল) এর চুরান্ত চাকমা (৩৫) নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে লংগদু জোন এই বিশেষ অপারেশন পরিচালনা করে তাকে আটক করা হয় বলে সূত্র জানায়।
আটককৃত চুড়ান্ত চাকমা (৩৫) দীর্ঘদিন যাবৎ লংগদুর খাড়িকাটা বাজার এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বলে সেনাবাহিনী সূত্র জানায়। আটকের পর তল্লাশি কালে তার কাছ থেকে ১টি দেশী পিস্তল, ৪ রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, নগদ ১০ হাজার টাকা, ৪ টি মোবাইল ফোন ও ব্যাগ উদ্ধার করা হয়।
আটককৃত চুড়ান্ত চাকমা জিজ্ঞাসাবাদে নিজেকে লংগদু ইউপিডিএফ (মূল) এর স্বশস্ত্র দলনেতা এবং বর্তমানে ধনপতি, মনপতি এবং খাড়িকাটা এলাকার চাঁদা সংগ্রহ করে বলে জানায় সূত্রটি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে লংগদু থানায় হস্থান্তর করা হয় বলে জানান।