শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম-খাগড়াছড়ি-ঢাকা-ফেনী পরিবহন শ্রমিক, উপজাতী আঞ্চলিক সংগঠন এর নামে বিভিন্ন পরিবহন থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। যান পরিবহন শ্রমিক, উপজাতী আঞ্চলিক সংগঠন বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির করছে।

সংগঠনগুলোও এত দিন এভাবে চাঁদা নেওয়াকে বৈধতা দিয়ে আসছিল। তবে সম্প্রতি কয়েকটি অভিযানে এ ধরনের চাঁদা আদায়ের সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করে। এর পর থেকে শ্রমিক সংগঠনগুলো চাঁদা তোলা নিয়ে আতঙ্কে রয়েছে। জানা গেছে, লাইন খরচ, ওয়েবিল ও শ্রমিক কল্যাণের কথা বলে নগরী চট্টগ্রাম বাহি খাগড়াছড়ি ও ফেনী ঢাকা গামী বাস-মিনিবাস, হিউম্যান হলার, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, কাভার্ড ভ্যান, মটরসাইকেলসহ বিভিন্ন পরিবহন থেকে টোকেন ও রিসিট এর মাধ্যমে দৈনিক চাঁদা আদায় চলে আসছিল বিভিন্ন শ্রমিক সংগঠন উপজাতী আঞ্চলিক সংগঠন এর নামে।

প্রতিদিনই কনটেইনার ডিপোগুলোতে ট্রাক, কাভার্ড ভ্যান, মিনি ট্রাকসহ অন্য যানবাহনগুলো মালামাল আনা-নেওয়া করে। এসব যানবাহন যখন আসে তখন পার্কিংয়ের নামে অভিযুক্ত ব্যক্তিরা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিপূর্বে আটক ব্যক্তিরা তারা সমিতি ও সংগঠনের মাধ্যমে ছাড়া পেয়ে যাচ্ছে। এই নিয়ে কোনো শাস্তি মুলক ব্যবস্থা না হলে চাঁদাবাজী দিন দিন বেড়েই যাবে। আইনপ্রয়োগ কারী ও সংশ্লিষ্ট কতৃপক্ষরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে চাঁদাবাজী কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন সচেতন মহল।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!