আল-মামুন,খাগড়াছড়ি:: অপরিকল্পিতভাবে বালু উত্তোলন নির্বিচারে পাহাড় কাটা বন্ধ,দখল দূষণমুক্ত নদী রক্ষায় হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ও ছাত্র যুব সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের শাপলা চত্ত¡রে এই কর্মসূচী পালিত হয়।
এতে চেঙ্গী,সাঙ্গু ও কর্ণফুলী নদীসহ সকল নদী দখল দূষণমুক্ত ও নদী রক্ষায় হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবী জানান বক্তারা। পাহাড়ে অপরিকল্পিত ভাবে পাহাড় কাটা,নদী-ছড়া থেকে বালু উত্তোলন,দখলের কারণে সবুজ পাহাড়ের প্রাণি প্রকৃতি ধ্বংসসহ পরিবেশ বিপর্যয় হচ্ছে বলে দাবী সংগঠনের নেতারা।
এছাড়াও পার্বত্য চট্টগ্রামে সিন্ডিকেট চক্রের থাবায় পাহাড়,নদী,ছড়া ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। গ্রীন ভয়েস এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চারু বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় সংগঠনটির পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ক সাচিনু মরামার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক আলমগীর কবির।
এছাড়াও সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমা পারভীন, গ্রীন ভয়েস টির্চাস ট্রেনিং কলেজ এর সভাপতি ফাউমিদা নাজনিন, সদস্য ক্যাচিংনু মারমা এতে বক্তব্য রাখেন।