আল-মামুন,খাগড়াছড়ি:: ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও মাছচাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার সকাল সাড়ে ১১ টায় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা ও মাছচাষীদের পুরস্কার বিতরণ করা হয়। খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটির সভাপতি মংসুইপ্রু চৌধুরী সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটির সদস্য সচিব ড. মঈন উদ্দিন আহমদ। খাগড়াছড়ির সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষ্টি চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁঞা, খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর কে.এইচ.এম এরশাদ,জেলা পরিষদের মৎস্য বিভাগের আহবায়ক ও পাজেপ সদস্য শতরূপা চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পার্বত্য জেলায় মৎস্য সম্পদ চাষের মাধ্যমে সাবলম্বী হওয়ার ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে মৎস্য সেক্টরে প্রত্যাশার প্রতিফলন ঘটবে। তাই চাষীদের মৎস্য চাষকে প্রাধান্য দিয়ে এগিয়ে আসার আহবান জানান। এ সময় ৩ সফল মৎস্য চাষীকে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭দিন নানা কর্মসূচীর হাতে নেয় “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটি। এতে জেলা পরিষদের সদস্য,মৎস্য অফিস কর্মকর্তা,মাছচাষী ও স্থানীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।