নুরুল আলম: করোনাকালীন পরিস্থিতিতে সাধারণ জনগনের স্বাশকষ্ট রোধকল্পে খাগড়াছড়ির গুইমারা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে জালিয়াপাড়া ইসলামিক মিশনে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬আগষ্ট)সকালে জালিয়াপড়া ইসলামিক মিশন কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিযদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। অন্যদের মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, গুইমারা শাখা ব্যাবস্থাপক শান্তনউ মহাজন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ পল্লী সঞ্চয় ব্যাংক ও ইসলামিক মিশনের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অক্সিজেন সিলিন্ডার প্রদান উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে জালিয়াপাড়া ইসলামিক মিশনের প্রধান ডাঃ মুনমুন সুলতানা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রাপ্তি আমাদের কাজের প্রেরনা ঝুগাবে। তিনি ইসলামিক মিশনের করোনকালীন ধারাবাহিক কার্যক্রমের কিছু তথ্য তুলে ধরেন। তা হচ্ছে, ১৯-২০ অর্থ বছরে জালিয়াপাড়া ইসলামিক মিশনে এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও প্যাথলোজির মাধ্যমে ৩৪৮৩৪ জন এবং ২০-২১ অর্থবছরে ৪০৮৯২ জনসহ এ পর্যন্ত ৭৫৭২৬ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শান্তনু মহাজন বলেন, সারাদেশের ন্যায় গুইমারা উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় প্রধান অতিথি গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা বলেন, জালিয়াপাড়া ইসলামিক মিশন রামগড়, গুইমারাসহ বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিয়ে নজীর স্থাপন করেছে। গুইমারা নতুন উপজেলায় একমাত্র প্রতিষ্ঠান যা করোনার এ ভয়াবহতার মধ্যে ৭৫৭২৬ জন রোগীর চিকিৎসা সেবা দিয়েছে। বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আধুনিকায়ন করতে ইসলামিক মিশনটিকে হাসপাতাল করে দেওয়ার দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।