শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

রামগড়ে পূর্বের শত্রুতার জের পেঁপে বাগনের গাছপালা কেটেছে দুষ্কৃতিকারীরা

নুরুল আলম: খাগড়াছড়ি জেলার রামগড়ে আব্দুর রহিম নামে এক কৃষকের ১০ একর জমিতে রোপনকৃত প্রায় দেড় হাজার পেঁপে, মালটা, আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক ৩ ঘটকায় রামগড় উপজেলার মাহবুবনগর এলাকার হাজী আব্দুর রহিম সওদাগরের বাগান এই ঘটনা ঘটেছে।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তার। এতে তার প্রায় ১০ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। আব্দুর রহিম জানান, তার এই ১০ একর ভুমিতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফসলি গাছ, সবজি সহ বাগান করে আসছেন। গত চার মাস আগে তিনি ওই জমিতে প্রায় দেড় হাজার পেপে চারা গাছ রোপন করেন।
অভিযোগ দীর্ঘদিন ধরেই তার প্রতিবেশি মনির হোসেন নানা ভাবে জমি দখল নেওয়ার চেষ্টা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে মনির হোসেন, হাসান শান্ত, সুফিয়ান সহ আরো ৭ থেকে ৮ জন তার বাগানের সমস্ত গাছ কেটে সাবাড় করে দেয় বলে তিনি দাবি করেন।
উল্লেখিত ঘটনা ছাড়াও আরো একাধিকবার বাগানের গাছ কেটে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করার অভিযোগ করেছেন বাগানের মালিক।
এই ব্যপারে রামগড় থানার অফিসার ইনর্চাজ বলেন, মাহবুব নগর এলাকায় দুষ্কৃতি কারীরা একটি পেপে ও ফলজ বাগানে রাতের অন্ধকারে গাছ কেটে ব্যপক ক্ষয় ক্ষতি করার বাগান মালিকের পক্ষ থেকে একটি মোখিক ভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!