নিজস্ব প্রতিবেদক:: দেশের প্রচলীত আইনে মাদক সেবনকারীদের শাস্তি দেওয়ার কাজ করে থাকে সমাজের গন্যমান্য ব্যক্তিরা। এখন দেখা যায় তার ব্যতিক্রম। খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় মদ খেয়ে মাতলামী করে সমাজের অসহায় ব্যক্তিদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন ও সম্মানহানী করে আসছে এক শ্রেনীর মাদক সেবনকারী।
তথ্য অনুসন্ধানে জানাযায়, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় মাদক সেবন কারীদের মদ পানে বাধাঁ দিলে বাধাঁদান কারী ব্যক্তিদের কে অকথ্য ভাষায় গালি গালাজ, মানহানিকর আচারন ও বিভিন্ন ভাবে হয়রানি করে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় যেমন, মাটিরাঙ্গা, মহালছড়ি, পানছড়ি, গুইমারা, তৈকর্মা, ডাক্তার টিলা, বড়পিলাক, জালিয়াপাড়া, কালাপানি, হাতিমুড়া, মানিকছড়ি মহামনি, বাজার পাড়া, বাটনাতলীসহ বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীদের মাত্রা বেড়েই চলেছে। স্কুল পড়ওয়া ছেলেরাও মাদক সেবনে জড়িয়ে পড়েছে। এসব মাদক সেবন কারীদের প্রশাসনিক ভাবে দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় মাদক সেবনকারী বৃদ্ধি পাবে। নিমে আসবে সমাজের অবক্ষয়, বিগ্নিত হবে আইনশৃঙ্খলা।
সচেতন মহলের দাবি, এসকল মাদক সেবনকারী ও যারা মদ, গাজা, পেন্সিডিল সরবরাহ করে তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী।
অপরাধ
খাগড়াছড়ি সদর
খাগড়াছড়ি
গুইমারা
দীঘিনালা
পানছড়ি
পানছড়ি
ব্রেকিং নিউজ
মহালছড়ি
মাটিরাঙ্গা
মানিকছড়ি
রামগড়
লক্ষ্মীছড়ি