নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ আগস্ট) সকাল ১১ টায় গুইমারা উপজলো সম্মলেন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানা ওসি মিজানুর রহমান, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুইজাইউ মারমা, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা-র্কমচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দরা এতে অংশ নেয়।
মাসিক সভায় উপস্থিত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের আগামী দিনের কর্মসূচী পালনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে নিয়ে ওসি মিজানুর রহমান বক্তব্য রাখেন। সভার সভাপতির বক্তব্যে উন্নয়নমূলক কর্মকান্ডে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় থাকা প্রয়োজন বলে মনে করেন এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের উন্নয়ণ কাজে যাতে কোনো রকম ক্রটি না হয় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যেতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদের ২ বছর পূর্তি উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের করোনা ভাইরাসের লকডাউন চলাকালীন দরিদ্র মানুষের হাতে প্রধান মন্ত্রীর দেওয়া খাদ্য সহ গৃহহীন দের মাথা গুজার ব্যবস্থা করে দিয়েছে বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। আগামী দিন গুলোতেও গুইমারা বাসীর পাশে থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়াও সোনালী ব্যংকের ম্যানাজার সঞ্জিত দেবনাতের বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দরা তাদের দীর্ঘ দিনের কর্মকান্ডের স্মৃতি চারণ করে তার দক্ষ ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কাজ করার বিষয় তুলে ধরেন এবং তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
আইন শৃঙ্খলা সভা পরিচালনা করেন, গুইমারা একটি বাড়ি একটি খামার ও উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা শান্তনু মহাজন। মাসিক সভার সভাপতি, আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন মূলক কাজে সকলের সহায়তার গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষনা করেন।