নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট খাগড়াছড়ি জেলার মানিকছড়ির উদীয়মান সাংবাদিক ও ছাত্রনেতা মো. কামাল হোসেনকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করেছিল দুর্বত্তরা। আজ ২১ আগস্ট (শনিবার) ১৭তম মৃত্যু বার্ষিকীতে প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মানিকছড়ি প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন জানান, তৎকালীন উপজেলা ছাত্রদলের সাধারণত সম্পাদক ও উদীয়মান সাংবাদিক আজকের কাগজ ও প্রতিদিন খাগড়াছড়ির উপজেলা প্রতিনিধি এক পুত্র সন্তানের জনক মো. কামাল হোসেনকে ২০০৪ সালের ২১ আগস্ট দিবাগত গভীর রাতে (২২ আগস্ট) তিনটহরীস্থ নিহতের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বাড়ির অদূরে নির্জন জঙ্গলে নিয়ে তাকে নির্মম ও নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়। পরে নিহতের ছোট ভাই মো. জহির হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলেও প্রত্যক্ষ স্বাক্ষীর অভাবে আসামিরা উচ্চ আদালত থেকে মুক্তি পায়।
১৭তম মৃত্যুবার্ষিকীতে পারিবারীক ও প্রেসক্লাবের উদ্যোগে পৃথকভাবে স্মরণসভা ও দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে।