নুরুল আলম:: যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট ২০২১ জাতীয় শোক দিবস উপলক্ষে গুইমারা সেক্টর সদরসহ অধীনস্থ ইউনিটসমূহের (যামিনীপাড়া, খেদাছড়া ও রামগড়) সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখা হয়েছে। পবিত্র খতমে কোরআন ও আসরের নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়েছে।
স্বাধীনতার মহাল স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদেয় ভাষণ ও আত্মজীভনীমূলক প্রামান্যচিত্রের ডিভিডি স্থানীয় ডিশ চ্যানেলের মাধ্যমে ইউনিট সমূহের দেখানোর ব্যবস্থা করা হয়।
খাগড়াছড়ির গুইমারা সেক্টর মেজর হামিদ উর রহমান টি ই অতিরিক্ত পরিচালক (অপারেশন) নেতৃত্বে প্রায় অর্ধশতাধীক গরিব অসহায় দের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করেন। এছাড়াও অন্যান্য সেক্টর গুলোতে মানবিক সহয়তা প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন, লে কর্ণেল মো: এমদাদুল হক, এম সি পি এস, এডিসি অধিনায়ক বিজিবি গুইমারা হাসপাতাল সহ বিভিন্ন স্তরের অফিসার।
গুইমারা সেক্টর সদর দপ্তর অধীনস্থ সকল ইউনিট কর্তৃক সংশ্লিষ্ট এলাকার (যামিনীপাড়া, খেদাছড়া, রামড় ও গুইমারা) স্থানীয় অসহায় ও গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জাতির যে কোনো প্রয়োজনে বিজিবির সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।