আল-মামুন,খাগড়াছড়ি:: জেলার এনজিও বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এতে খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা,নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মো: আলিম উল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়াও এতে খাগড়াছড়ি জেলার এনজিও’র কর্মকর্তারা, পরিষদ সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেয়। সভায় জেলার এনজিও গুলোর চলমান কার্যক্রম,কাজের পদ্ধতি,করোনায় কি করছেন তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয় মাসিক সভায়।
পরে কার্যক্রম ও করনীয় বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং নিয়ম মেনে করোনায় কর্মপরিধিসহ সব ধরণের নির্দেশনার মেনে কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয় এতে।