নুরুল আলম: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সর্ম্পূন হয়েছে। শুক্রবার মানিকছড়ি প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সম্পাদক পদে তিন জন যথা শহীদুল ইসলাম (ক্যামেরা), এইচ এম আলমগীর হোসেন (কলম), বর্তমান সম্পাদক আব্দুল মান্নান (লেপটপ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের প্রাপ্ত ফলাফল শহীদুল ইসলাম (ক্যামেরা) ২ ভোট, এইচ এম আলমগীর হোসেন (কলম) ৪ ভোট এবং আব্দুল মান্নান ৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে সিনিয়র সাংবাদিক মো.মাঈন উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান (লেপটপ) নির্বাচিত হয়েছেন।
১৬ জন সদস্য (ভোটার) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৬ আগস্ট ২০২১ইং মানিকছড়ি প্রেসক্লাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সর্ম্পূন হয়।
ইতোমধ্যৈই অন্যান্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত আব্রে মারমা সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আকতার হোসেন,দপ্তর ও পাঠাগার সম্পাদক মো.কাউছার হামিদ আপন, অর্থ সম্পাদক মো.মোকতাদের হোসেন, ক্রীড়া সম্পাদক মো.জাকির হোসেন হয়েছেন।