আল-মামুন,খাগড়াছড়ি:: অসুস্থ দুই ব্যক্তির চিকিৎসার সেনাবাহিনীর আর্থিক সহায়তা দিয়েছে। বৃহস্পতিবার (২৯/০৭/২০২১ইং) দীঘিনালা উপজেলার বাবুছড়ার বাসিন্দা মোঃ হোসেন আলী (৬০) জামতলীর বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ রাকিব হোসেন (২০)কে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন সুচিকিৎসার জন্য উভয়কে এই আর্থিক সহায়তার হাত বাড়ান। দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী জানান।
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে মোঃ হোসেন আলী(৫৫) এবং মোঃ রাকিব হোসেন (২০) এর পরিবার বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে জানিয়ে কৃতজ্ঞ প্রকাশ করেন। সে সাথে অনুদান পেয়ে আনন্দিত বলে তারা জানান।
অসুস্থদের পরিবার তাদের চিকিৎসার ভরণ-পোষণের ব্যয়ভার বহনে অর্থের অভাবে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করে আসছে। বিষয়টি দীঘিনালা জোনের দৃষ্টিগোটর হলে, দীঘিনালা জোন তাদের পরিবারের পাশে এসে দাঁড়ায়।
উল্লেখ্য: মোঃ হোসেন আলী(৫৫) বিগত প্রায় এক বছর যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত এবং রাকিব হোসেন (২০) গত ৩০ মার্চ ২০২১ তারিখে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে কোমরের হাড় ভেঙ্গে যায় বলে পরিবার সূত্র জানায়।