আল-মামুন,খাগড়াছড়ি:: কারান্তরীণ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনায় খাগড়াছড়িতে দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রলীগ। শনিবার বিকেলে (১৭ জুলাই ২১) খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের র্কাযালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় নির্দেশনায় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী ওলামা লীগের আহবায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ নূরুন্নবী। এতে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিতে সকল সংকট নিরসনসহ করোনা মহামারি থেকে দেশবাসীকে রক্ষায় দোয়া র্প্রাথনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম, খাগড়াছড়ি জেলা ওয়ামী ওলামা লীগের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ ইদ্রিস,জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন,যুগ্ম আহ্বায়ক মো: শাহেদুল আলম চৌধুরী,আহবায়ক কমিটির সদস্য দীপন চাকমা,অর্কিড চাকমা, জিৎজয় ত্রিপুরা প্রমূখ।