নুরুলআলম: লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের প্রচার-প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকলেও খাগড়াছাড়ি জেলার হাট-বাজারগুলোর ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা নেই। প্রশাসনের অভিযানের কথা শুনলেই মাস্ক পরাসহ অন্য বিষয়ে সচেতন হয়ে উঠেন বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা। প্রশাসনের লোকজন ফিরে গেলে আবার আগের অবস্থায় ফিরে যান তারা। দোকান-পাট, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতেও সঠিকভাবে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। এমনকি সরকারি নির্দেশ অমান্য করে খোলা হচ্ছে দোকান-পাট।
সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ি জেলার গরুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার কোনও বালাই ছিল না। হাটে আসা বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক দেখা যায়নি। এছাড়া জেলার খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় সহ বিভিন্ন বাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ইতিমধ্যে জেলাপ্রসাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস মাটিরাঙ্গা উপজেলার করোনা বিষয়ক সচতেনতামূল্যক অনুষ্ঠানে বলেন প্রতিটি বাজারে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারগুলো তদারকি করবে। যারা সাস্থবিধি মানবেনা তাদের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছেন তিনি। এ নির্দেশনার পরেও মানা হচ্ছেনা সাস্থবিধি গত মোঙ্গলবার ১৩ জুলা্ই ২০২১ গুইমারা বাজার পরিদর্শ্ন করে দেখা যায় লোকজনের ভির ও সাস্থবিধির তোয়াক্কা না করে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে পশুর হাট, মানা হচ্ছে