নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মহালছড়িতে পানিতে ডুবে দুই সন্তান প্রাণ হারানো পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মহালছড়ি সেনা জোন। রবিবার (১১ জুলাই) সকালে মহালছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি, উপজেলার পাকুজ্যাছড়ি জামতলা গ্রামে মারা যাওয়া ঐ দুই শিশুর বাড়িতে যান। এ সময় তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে খোঁজ খবর নেন।
প্রাণ হারারো সেই দুই ভাই-বোনের বাবা সুপায়ন চাকমার নিকট মহালছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করে। জোন অধিনায়ক বলেন,ঘটনাটি অত্যন্ত দু:খজনক। ছোট দুই সন্তান হারানোর বেদনা কখনো ভুলার মত নয়। তাই সকলের প্রতি সন্তানদের খেয়াল রাখার আহবান জানান তিনি।
প্রসঙ্গত:: শনিবার (১০ জুলাই ২০২১) উপজেলার পাকুজ্যাছড়ি জামতলা নামক গ্রামে বর্ষায় বাড়া বৃষ্টির পানি দেখতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশুই (আপন ভাইবোন) একই পরিবারের সন্তান।