নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির পানছড়িতে রুনালী ত্রিপুরা নামের পাঁচ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী দহ কুমার ত্রিপুরা (৫৫) আটক করেছে পুলিশ। সে উপজেলার ১নং লোগাং ইউপির নীলাধন কার্বারী পাড়ার রেবতি ত্রিপুরার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে পানছড়ি বাজার এলাকা থেকে ঘাতক স্বামীকে আটক করা হয়। এ ঘটনায় ময়না তদন্তের জন্য লাশ খাগড়াছড়ি মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার পক্রিয়া চলছে বলে ওসি তিনি জানান।
নিহত রুনালীর ছেলে শ্যামল ত্রিপুরা জানায়, দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহের জের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেল থেকেই বাবা-মায়ের মাঝে বার বার কথা কাটাকাটি হয়। পরদিন ৯ জুলাই শুক্রবার সকাল ৫টার দিকে গাছ কাটার দামা দিয়ে বাবা এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।