শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

পার্বত্য অঞ্চলের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক:: পার্বত্য জেলার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান সহ তিনটি জেলায় সকল মানুষের আস্থার প্রতীক সেনাবাহিনী। যেখানে কিছু মানুষ পার্বত্য অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী দিন-রাত অক্লান্ত পরিশ্রম দিয়ে গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করে তাদের মনে জায়গা করে নিয়েছে।

পার্বত্য জেলাগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের বিপদের বন্ধু। সুখে-দুখে যেন জীবনের পথচলার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা প্রদান, নিজেদের রেশন সামগ্রীর কিছু অংশ বাচিঁয়ে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন ।

সেনাবাহিনীর আওতাধীন তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল
দেওয়ান মঞ্জুর”ল হক পিএসসি। বুধবার (৭ জুলাই) সকালে গুইমারা, ও সিন্দুকছড়িতে দুই শতাধিক
অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা স্বরূপ নিত্য প্রয়োজনীয় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে এসময় তিনি বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুর” থেকেই চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে এবং এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলার সিন্দুকছড়ি মূখপাড়া এলাকায় সহায়তা প্রদানকালে জোনের উপ অধিনায়ক মেজর মো. এমরান হোসেন, ক্যাপ্টেন আশিকুর রহমান সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!