নুরুল আলম::মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের মত খাগড়াছড়ি জেলাজুড়ে চলছে কঠোর লকডাউন। আর এ লকডাউনে মানুষের অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া রোধে তৎপর প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আরটেলারী সিন্ধুকছড়ি, ১৫ ফিল্ড আরটেলারী মাটিরাঙ্গা জোন, পুলিশ, বিজিবি ও আনসার সহ উপজেলা নির্বাহী অফিসার তৎপর ছিল লকডাউন বাস্তবায়নের মাঠে নামে। টহল দিতে দেখা যায় সেনা সদস্যদের। মানুষকে ঘরে থাকার মাইকিং ও করোনা প্রতিরোধে প্রচারণা চালাচ্ছেন তাঁরা।
এদিকে লকডাউনের প্রথম দিনে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেো মেঘ-বৃষ্টি উপেক্ষা সরব ছিল প্রশাসন। উপজেলায় দোকান পাট বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুধু মাত্র জরুরী প্রয়োজনের প্রমান স্বাপেক্ষে মানুষ চলাচল করতে পারছে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তুষার আহমেদ জানান, করোনা প্রতিরোধে কঠোর লকডাউন চলছে। মানুষকে করোনার ঝুঁকি থেকে রক্ষা করতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিধিনিষেধ অমান্য করে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।