শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

দূর্গম সাজেকে দুস্থদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালো সেনাবাহিনী

আল-মামুন,খাগড়াছড়ি:: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির দূর্গম সাজেকে মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য সেনাবাহিনীর এই মানবিক সহায়তা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ জুন ২০২১) খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বাঘাইহাট সেনা জোনের আওতাধীন দুই শতাধিক কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মধ্যে নিত্য দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তৈল, আটা, ছোলা ও লবনসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধী সার্জিক্যাল মাস্ক বাড়িতে বাড়িতে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।

এছাড়াও আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সেনা জোনের পক্ষ থেকে জন সাধারণের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, বাঘাইহাট সেনা জোনের আওতাধীন বাঘাইহাট, দুইটিলা, করেঙ্গাতলী ও মাসালং এলাকার দূর্গম পাহাড়ী অঞ্চলে সেনাসদস্যরা বসবাসরত জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে একই মানবিক সহায়তা বাড়িতে বাড়িতে পৌছিয়ে দেয়।

স্থানীয় জনসাধারণ করোনাকালীন এই সংকটময় মূহুর্তে এবং ঈদ-উল-আযহা কে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা ও ঈদ বস্ত্র পেয়ে অত্যন্ত খুশি এবং সেনাবাহিনীর এরুপ কার্যক্রমে তারা অনেক উপকৃত হয়েছেন বলে জানান।

করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষদের সহযোগীতা অব্যাহত রেখে আর্ত মানবতার সেবায় কাজ করে যাবে বলে জানায় সেনাবাহিনী।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!