নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ভৈরফা(অটলটিলা) এলাকায় বিষ পানে এক নারীর মৃত্যু । ধারনা করা হচ্ছে ভুলবশত খাবার পানি মনে করে পানির বোতলে থাকা বিষ পান করার কারনে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, গতকাল(২১জুন) সোমবার সকাল সাড়ে আটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ভৈরফা(অটলটিলা) এলাকার জুম চাষী পলি ত্রিপুরা(২৬) জুমে কাজ করতে এসে ভুল বসত বিষের বোতল খাবর পানির বোতল মনে করে বিষ পান করে ফেলে। জুমে ফসলে বিষ দেয়ার জন্য প্লাস্টিকের পানির বোতলে বিষ মিশিয়ে রাখা হয়ে ছিল। বিষের বোতল ও পানির বোতল পাশাপাশি থাকায় ভুলবশত পলি ত্রিপুরা পানির বোতল মনে করে বিষ মিশানো বোতলে্র পানি পান করে। এতে অসুস্থ্য অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপালে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার (২২জুন) ভোর সাড়ে ৫ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো: পেয়ার আহম্মদের নিকট পলি ত্রিপুরার মৃত্যুর ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি এই ব্যাপারে এখন জানলাম, উক্ত ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।