নিজস্ব প্রতিবেদক, পানছড়ি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চক্ষু ক্যাম্পের শুভ উদ্ভোধন করেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজয় কুমার দেব।
২০জুন রবিবার সকাল ৮ ঘটিকায় চক্ষু ক্যাম্পের উদ্ভোদন করা হয়। উক্ত ক্যাম্পে ডাঃ মোঃ আকতার হোসেন ডি,এম,এফ (ঢাকা) মোট ৯৬ জন চক্ষু সমস্যার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত চক্ষু ক্যাম্পের সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও পানছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আই ক্যাম্প এর পরিচালক মোঃ ফোরকান সহ স্থানীয় ব্যাক্তিবর্গ। চিকিৎসা সেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং অসহায় মানুষদের চক্ষু সেবায় এগিয়ে আসায় উদ্যোক্তাদের প্রশংসা করেন।