নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রায়ন প্রকল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে মাধ্যমে “মুজিব শতবর্ষে” ভূমিহীন ও গৃহহীন ক ও খ শ্রেণীর পরিবার পুনবার্সনে “মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প গৃহহীনদের জন্য গৃহ নির্মান কর্মসূচীর আওতায় সর্বশেষ তথ্যানুযায়ী পর্যায়ক্রমে ৬০,৬৫ ও ৩৯ মোট ১৬৪ টি ঘর নির্মাণ শেষে সুফল ভোগীদের সম্পূর্ণরূপে বুঝাইয়া দেয়ার প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে।
গুইমারা সদর ইউনিয়ন চেয়ারম্যান সুইজাইউ মারমার সাথে ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রায়ন প্রকল্পের ঘরের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, সদর ইউনিয়নের সকল পাড়া মহল্লার গৃহহীনদের মাঝে ১ম, ২য় ও ৩য় ধাপে পর্যায়ক্রমে ঘর নির্মান শেষে অধিকাংশ ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট ঘর গুলির কাজ সমাপ্ত হলে খুব শীঘ্রই বুঝিয়ে দেওয়া হবে।
সিন্দুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রেদাক মারমা বলেন, ঘর নির্মান কাজ শেষে গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া প্রায় শেষ পর্যায়ে। নির্মাণ কাজ খুব সুন্দর ভাবে করা হচ্ছে।
হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী বলেন, গৃহহীনদের জন্য প্রাপ্ত ঘর গুলোর অধিকাংশ্ ঘর গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে যারা এখনো বুঝে পায়নি তাদের দ্রুত বুঝিয়ে দেওয়া হবে। গৃহহীনেরা ঘর বুঝে পেয়ে সন্তুষ্ট।
গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নের গৃহহীন এসব পুর্নবাসিত সুফলভোগী পরিবারগুলি আশ্রায়ন প্রকল্পের ঘর গুলো পেয়ে খুবই আনন্দিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
এসব গৃহহীনদের পুনর্বাসনের ব্যাপরে ও উল্লেখিত আশ্রায়ন প্রকল্পের নির্মিত ঘরগুলি সর্ম্পকে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ বলেন, তাঁর জানামতে গুইমারা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের ঘরগুলির নির্মাণ কাজ সুষ্ঠুভাবে হচ্ছে। এসব গৃহহীন পুর্নবাসিত পরিবারগুলিতে বর্তমানে বিরাজ করছে আনন্দ ঘন পরিবেশ।