আল-মামুন, খাগড়াছড়ি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন জাতের ৮ লাখ ৬১ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। মাটিরাঙ্গা সেনা জোন এসব ভারতীয় ঔষধ সামগ্রী আটক করলেও পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি
শুক্রবার রাতে মাটিরাঙ্গা জোনের আওতাধীন মাটিনাঙ্গার ১০নং ইসলামপূর মেম্বার টিলা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধার করা হয়।
জানা গেছে, অবৈধপথে ভারতীয় মালামাল সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসান এর নেতৃত্বে মাটিনাঙ্গার ১০নং ইসলাম পূর মেম্বার টিলা এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ওই এলাকায় তল্লাশী চালিয়ে ১০নং ইসলাম পূর মেম্বার টিলা এলাকায় জঙ্গল থেকে ঝোঁপঝাড়ে ঢাকা পরিত্যক্ত অবস্থায় ৭ বস্তা ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসান ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত মালামাল মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেয়া হবেনা জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, চোরাকারবারীদের যেকোন মুল্যে প্রতিরোধ করা হবে। উদ্ধারকৃত ভারতীয় ঔষধ আনুমানিক বাজারমুল্য ১০ লাখ টাকা হবে বলেও জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান।