আল-মামুন,খাগড়াছড়ি
খাগড়াছড়ির রামগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে বাড়ীর পাশে খেলতে গিয়ে জোনায়েদ হোসেন(৪) ও মাহিরা বিনতে মিতা(৫) পুকুরে পড়ে মারা যায়। রামগড়ের ফেনীর কুল নামক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে বাড়ীর পাশে খেলতে গিয়ে জোনায়েদ হোসেন ও মাহিরা বিনতে মিতা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খুঁজতে গেলে শিশু দুটির মরদেহ পুকুরে ভাসতে দেখে।
মৃত জোনায়েদ হোসেন ফেনীর কুল এলাকার আবু তাহেরের ছেলে এবং মাহিরা বিনতে মিতা একই এলাকার আবু তৈয়বের ছেলে। রামগড় থানার ওসি (তদন্ত) রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা স্বীকার করে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান।