নিজস্ব প্রতিবেদক
গুইমারা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় সংসদের ২০২১-২২ অর্থবছরের বাজেট পাশে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সোমের নেতৃত্বে উক্ত মিছিল সম্পন্ন করা হয়।
শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সকল নেতা কর্মীর উপস্থিতিতে আনন্দ মিছিলের শুরু করা হয়।বাজারের বিভিন্ন চত্তর ঘুরে গুইমারা আওয়ামীলীগের দলিয় কার্যালয়ের সামনে এসে মিছিল সমাপ্ত করা হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন গুইমার উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু তাহের, সহ-সভাপতি সমিরন পাল, সহ-সভাপতি আয়ুব আলী, জেলা পরিষদ সদস্য ও সাধারণ সম্পাদক মেমং মারমা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মীর, আওয়ামীলীগ নেতা রুস্তম তালুকদার, গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল সহ উপজেলার সকল পর্যায়ের ছাত্রলীগ নেতা কর্মীরা।
জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেট বিগত অর্থবছরের তুলনায় ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি। যার পরিপেক্ষিতে উক্ত আনন্দ মিছিলের আয়োজন করা হয়।