ডেক্স রিপোর্ট::
গুইমারা মটর সাইকেল চালক মালেক, বাড়ী-বুদংপাড়া, গুইমারা,খাগড়াছড়ি, নিম্ন আয়ের মালেক এর ছেলে আরিয়ান বয়স ১ বছর ৬ মাস বয়স। তার গলায় একটি টিউমার হয়েছে। অপারেশন করা খুব জরুরী প্রয়োজন । কিন্তু আর্থিক অবস্থা দূর্বল হওয়ার কারনে তা বর্তমানে অসম্ভব প্রায়।
এ অবস্থায় বিত্তবানদের একটু সহযোগিতায় তার অবুঝ সন্তানের কষ্ট থেকে মুক্তি পেতে পারে। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। যার যার অবস্থান থেকে শিশুটির অপারেশনের মানবিক সহায়তায় এগিয়ে আসুন।
স্ব ইচ্ছায় যারা সহযোগিতা করতে চান। মালেক এর মোবাইল নাম্বার-০১৮২০৭৪৪০৭০ ।