শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

ভূষণছড়া গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

১৯৮৪ সালে রাঙ্গামাটির ভূষণছড়ায় গণহত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। দুপুরে শহরের শাপলা চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির খাগড়াছড়ি শাখার নেতৃবৃন্দরা।

এতে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময় পাহাড়ের বেশ কয়েকটি এলাকায় বাঙ্গালিদের উপর গণহত্যার ঘটনা ঘটিয়েছে সন্তু লারমা নেতৃত্বাধীন তৎকালীন শান্তিবাহিনীর সদস্যরা। একই ভাবে ১৯৮৪ সালের ৩১ মে রাঙ্গামাটি জেলার বরকলের ভূষণছড়ায় নিরীহ বাঙ্গালিদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করলেও দীর্ঘ বছরে এর বিচার হয়নি। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সকল গণহত্যার ঘটনার তদন্তপূর্বক জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

একইসাথে পার্বত্য চট্টগ্রামে জেএসএস-ইউপিডিএফ-এর সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ ও তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আবু তাহেরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!