নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বোর্ডের সদস্য (যু্গ্ম সচিব) আশিষ কুমার বড়ুয়া। রোববার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানানো হয়, আশিষ কুমার বড়ুয়া ২০১৫ সালে উপসচিব পদমর্যাদা নিয়ে বোর্ডের দায়িত্ব পালন করছেন। এরপর ২০১৭ সালে যুগ্ম সচিব পদমর্যাদায় উন্নতি পেয়েছেন।