নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি চেয়ারম্যান কর্তৃক লাঞ্চিতের অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছে এলাকাবাসী। নিজেদের দোষ ঢাকতে এবং সার্থ হাসিলের উদ্দেশ্যে এমন অভিযোগ করেছেন বলে দাবী প্রত্যক্ষদর্শিদের।
পানছড়ি প্রেস ক্লাবের ভবন নির্মানের জন্য সত্যজিৎ চাকমা সহ ৪/৫ জন সাংবাদিক পানছড়ি ইউনিয়ন পরিষদের পাশে সাইন বোর্ড লাগাতে গেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শিরা।
এই বিষয়ে পানছড়ি ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের সাথে কথা বললে তিনি সত্যজিৎ চাকমার আনিত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র মুলক বলে দাবী করেন এবং বলেন আমার সাথে ঐদিন তার সাথে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সে তার জোর দখলের অপরাধ ঢাকতে লাঞ্চিতর নামে মিথ্যাচার করেছে।
তিনি আরো জানান, পুর্বের ইউনিয়ন পরিষদের জন্য ৮ শতক এবং নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের জন্য ৩৮ শতক মোট ৪৬ শতক জায়গা বন্দোবস্তি দেয় সরকার। যার মধ্য কালচারাল ক্লাব ও অনির্বান ক্লাব নামে ২টি সামাজিক সংগঠনের ক্লাব ঘর রয়েছে। কালচারাল ক্লাব ১৯৮০ এবং অনির্বাণ ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই ৪৬ শতক জায়গার মধ্যে কোন খাস জায়গা নেই কিন্তু ইউপির বন্দোবস্তি প্রাপ্ত জায়গাতে পানছড়ি প্রেস ক্লাবের সাইনবোর্ড টানাতে আসলে আমি বাঁধা দেয় যার ফলে তারা ক্ষুব্দ হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করছে।
উক্ত ঘটনার ব্যাপারে জানতে পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পানছড়ি প্রেস ক্লাবের অফিস নির্মানের জন্য জায়গা বন্দোবস্তি চেয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়।উক্ত আবেদন পত্রে পানছড়ি ইউপি কার্যালয়ের বাউন্ডারিতে খাস জায়গা আছে বলে উল্লেখ করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক পানছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের দায়িত্ব দেন। সত্যজিৎ চাকমা সহ তার সহকর্মীদের নিয়ে সেখানে সাইনবোর্ড লাগাতে গেলে চেয়ারম্যান ও পরিষদের কর্মচারিদের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। বিষয়টি বর্তমানে তদন্তাধিন আছে।
সত্যজিৎ চাকমা গত ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার সকালে সহকর্মীদের নিয়ে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের পাশে খাস জায়গায় প্রেস ক্লাবের অফিস ঘর নির্মানের জন্য জায়গা পরিদর্শনে গেলে সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের লোকজন তাকে লাঞ্চিত করেন বলে জানান।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার সাংবাদিক সত্যজিৎ চাকমাকে লাঞ্চিতের ঘটনায় গত ৫ মে বুধবার ২০২১ সকালে হামলার সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবীতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কেইউজে কার্যালয়ের সামনে খাগড়াছড়ি প্রেসক্লাব, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনসহ খাড়াছড়ির নয় উপজেলার সাংবাদিকরা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।