শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক

 খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ মোকাবেলায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তনয় তালুকদারের হাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম অক্সিজেন সিলিন্ডার, বেড, ট্রলি সহ ১১ প্রকার উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রাজু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।

এ সময় হাজী মোহাম্মদ কাশেম বলেন, বর্তমান সরকারের আমলে সারাদেশের পাশাপাশি দীঘিনালা উপজেলায় অকল্পনীয় উন্নয়ন দৃশ্যমান। আমরা একটি উন্নত উপজেলা গড়তে সর্বাত্মক কাজ করে যাচ্ছি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!