নিজেস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আবছার উদ্দিন আর নেই।
রবিবার (২৩ মে) রাত ৯টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি মানিকছড়ি উপজেলার ভাতাভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
সোমবার (২৪ মে) বাদ জোহর মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও অফিসার ইনচার্জ আমির হোসেন’র উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, সাবেক ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরীসহ বীর মুক্তিযুদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সর্বোস্তের মানুষ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মো. আবছার উদ্দিন’র মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং মরদেহে পুস্পমাল্য অর্পন করেছেন।