শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বাঙালী নিয়োগের দাবিতে মানববন্ধন

পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল জাতি ধর্মের মানুষের অধিকার রক্ষায় নিবেদিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে একজন বাঙ্গালী চেয়ারম্যান নিয়োগের দাবিতে  ২৪ মার্চ ২০২১ সোমবার ৯ ঘটিকার সময়,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে বান্দরবান মুক্ত মঞ্চের সামনে বিশাল মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জনাব তারু মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বান্দরবান জেলার বিপ্লবী সভাপতি ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদের সফল সদস্য,কাজী মজিবর রহমান, বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন, পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ চৌধুরী,নুরুল আবছার, ইকবাল মাহমুদ, শাহাজালাল,মিজানুর রহমান আকন্দ কামাল হোসেন সহ জেলা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিবর রহমান বলেন তিন পার্বত্য জেলায় এমপি, মন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান, রাজা, আঞ্চলিক পরিষদ, সব উপজাতিদের হাতে অধিকারহারা বাঙালিদের পক্ষে কথা বলার জন্য কোন প্রতিনিধি না থাকার কারণে বাঙালিরা সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই মাননীয় প্রধানমন্ত্রী কাছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানাই, তিন পার্বত্য জেলা থেকে বাছাই করে একজন বাঙালীকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!