নুরুল আলম:: রাম্রাচাই চৌধুরীকে শেষ বার দেখতে ছুটে গেলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ রাজনৈতিক নেতারা। খাগড়াছড়ির বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক জনপ্রতিনিধি রাম্রাচাই চৌধুরী পারি দিয়েছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমতলি পাড়া তার বাসভবনে আসেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সোমবার সকাল ১১ঘটিকায় মৃত রাম্রাচাই চৌধুরীর বাসভবনে উপস্থিত হয়ে সমবেদনা জানান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা এড. আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, এমএ জব্বার, মেমং মারমা, মাঈন উদ্দিন প্রমূখ।
গত রবিবার (২৩ মে ২০২১) সকাল ৯টা ৫২ মিনিটে রাম্রাচাই চৌধুরী গুইমারা উপজেলার আমতলীপাড়া নিজ বাসগৃহে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৭১ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী,পুত্র,কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি একাধারে খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদ (খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ) এর প্রাক্তন সদস্য, লক্ষ্মীছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা ছিলেন।
শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,রাম্রাচাই চৌধুরীর মৃত্যুতে আমরা একজন নিবেদীত রাজনৈতিবিদকে হারিয়েছি। এ শুন্যতা পুরণ হওয়ার নয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি।
এ সময় তিনি না ফেরার দেশে পারি দেওয়ার রাম্রাচাই চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সোমবার বিকেল পাড়াস্থ শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।