নিজস্ব প্রতিবেদক:: সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার (২২ মে) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রামগড়ে । রামগড় প্রেসক্লাব’র উদ্যোগে কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রামগড় প্রেসক্লাব’র সা: সম্পাদক সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, দৈনিক সংবাদ’র রামগড় প্রতিনিধি শুভাশীষ দাশ এবং চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টারও অধিক সময় আটকে রেখে হেনস্তা মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানান। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক লিটন ভট্টাচায্য রার্না, রামগড় প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য ফয়েজ আহমেদ মিলন, বাহার উদ্দিন, মোঃ মোজাম্মেল হোসেন,ঢাকা পোস্টডটকম’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আবু জাফর সবুজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিনিধি এডভোকেট আবু সুফিয়ান সবুজ, যুব রেড ক্রিসেন্টের রমগড় ইউনিট প্রধান অফিসার হোসেন, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক ধন মোহন ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক জিতেন্দ্র ত্রিপুরা স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।