আল-মামুন,খাগড়াছড়ি:: “সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ১৮ বছর” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
শনিবার (২২ মে ২১) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদক ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।
দুপুরে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কেটে আলোচনা সভা করে সংগঠনটি। খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মিন্টু কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবেশ বরন ত্রিপুরার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক (প্রস্তাবিত) চন্দন কুমার দে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের(প্রস্তাবিত) কমিটির উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম, সদস্য (প্রস্তাবিত) শামীম চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ পাটোয়ারী,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার, জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক খোকন চাকমা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল প্রমূখ।