শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

ফটিকছড়িতে রাতের আঁধারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ পূর্বশত্রুতার জের ধরে ফটিকছড়িতে খুকি আকতার (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় যুবক। গতকাল বুধবার রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার নূরুল্লাহ মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ প্রবাসী ইছা মিয়ার স্ত্রী।

জানা যায়, একই এলাকার আজিজুর রহমানের ছেলে মানিক মিয়া (২৮) রাতের আঁধারে গৃহবধূর ঘরে ঢুকে তাকে কোপাতে থাকে। খুকির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে মানিক মিয়া পালিয়ে যায়। স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথেই প্রবাসীর স্ত্রী খুকি মৃত্যুবরণ করেন।

এদিকে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং হাসপাতাল পুলিশ মরদেহ মর্গে পাঠায়। পূর্বশত্রুতার জের ধরেই এ হক্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান নিহতের স্বজনরা। এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে মানিক মিয়া নামের একজন যুবক ওই গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। তাকে চমেকে নিয়ে গেলে হাসপাতাল পুলিশ লাশ মর্গে পাঠায়।’

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!