শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

দীঘিনালায় সেনা অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী আটক

মাদক প্রতিরোধে তৎপর প্রশাসন

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোনের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালার মেরুং এলাকায় অভিযান চালিয়ে ৫০১ পিস ইয়াবা,বাংলা মদ ও গাঁজাসহ মো: কবির হোসেন (৩২) কে আটক করেছে।

এসময় হাতে নাতে আটক করা হয় কবির হোসেনকে। নিরাপত্তা বাহিনীর তড়িৎ অভিযানে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা ব্যর্থ হয়ে যায় এসময়। ১৭ মে ২০২১ তারিখ দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত কবির হোসেন একজন ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবাসেবী। তার বিরুদ্ধে এর আগেও দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন চলছে।

খাগড়াছড়ি সেনা রিজিয়ন ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে শান্তি,শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার্থে ভয়ংকর মাদকের বিরুদ্ধে এ ধরণের আভিযানিক কার্যক্রম চালিয়ে যাবে।

মাদক কারবারিদের প্রাণঘাতি মাদকের ভয়াল রোধে তৎপর রয়েছে প্রশাসন। সে সাথে মাদক নির্মূলে তৎপরতায় পাহাড়ে মাদক কার্বারীদের অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে মাদক ব্যবসায়ীদের আটকে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!