নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় আলি হোসেনের বাড়িতে ঘর ভাড়া করে থাকা এক মহিলার গোসলের ভিডিও ধারন করার ঘটনায় আসামী মিলন বিকাশ ত্রিপুরা (২৬) পিতা, মনসারাই ত্রিপুরা তার বাড়ি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি বর্তমান আলি হোসেনের বাড়ির ভারাটিয়া কে গত ১৬মে রবিবার বিকালে আটক করেছে গুইমারা থানার পুলিশ।
আটককৃত আসামীর বিরুদ্ধে ৮(১)/ ৮(২) ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন শিশুর অজ্ঞাতসারে তাহার গোসলের নগ্ন ভিডিও ধারণ করে তাহার সামাজিক ও ব্যক্তির মর্যাদা এবং সম্মানহানি করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় মোছাঃ পারুল বেগম গ্রাম- সুজানগর, থানা+উপজেলা- কোতয়ালী, কুমিল্লা বাদি হয়ে মামলা দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, আসামী মিলন বিকাশ ত্রিপুরা কে ১৭মে সোমবার দুপুরে খাগড়াছড়ি কোর্টে প্রেরন করা হয়েছে।