নিজস্ব প্রতিবেদক: পাঁচ জন অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের প্রাপ্ত অনুদানের চেক হস্তান্তর করেছেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা। রবিবার (৯ মে ২০২১) সকালে তিনি নিজ বাসায় এই চেক হস্থান্তর করেন।
বাসন্তী চাকমা জানান,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের ১ লক্ষ ৩০ হাজার টাকার চেক ৫জন অসুস্থ’র মাঝে তুলে দেন। এর আগে ৪৪ জন অসুস্থ মানুষের মাঝে ১১ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয় বলে তিনি জানান। এ পর্যন্ত সর্বমোট ১৩ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
এসব চেক হস্থান্তর করে এমপি বাসন্তী চাকমা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। সে সাথে এই অবদান সকলের আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী সব সময় দু:খী মানুষের পাশে আছেন এবং দেশের কল্যাণে অবদান রেখে যাচ্ছেন বলে জানিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।