নুরুল আলমঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সদর ইউনিয়নের ডাক্তার টিলা এলাকা থেকে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়ে ৪৯০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মুলি (মদ তৈরির উপাদান) সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জাহিদুন্নবি চৌধুরীর নেতৃত্বে এসআই মোঃ আবুল বশার, এএসআই প্রদীপ কুমার, ও এএসআই ইকবাল হোসেন সহ যৌথ অভিযান চালিয়ে রবিবার (৩ মে) সকালে গুইমারা উপজেলাধীন গুইমারা সদর ইউনিয়নের ডাক্তারটিলা এলাকা থেকে মোখলেছের ছেলে হারুন (২৮) ভুজপুর, ফটিকছড়ি এবং সন্তুষ দাসের ছেলে সুমন দাস (৪০), পূর্ব চৌধুরিয়া, বাশখালি, চট্টগ্রাম -কে ৪৯০ লিটার চোলাই মদ ও মুলি সহ আটক করা হয়।এ বিষয়ে তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সাব জোন অধিনায়কের নেতৃত্বে পুলিশ সহ যৌথ অভিযান চালিয়ে মদ ও মুলি সহ আসামিদের আটক করা হয়।তাদের বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।