আল-মামুন,খাগড়াছড়ি:: মহামারি করোনায় অসহায় কৃষকের ৫ বিঘা জমির ধান কেটে দিয়েছে যুবলীগ নেতাকর্মীরা। শনিবার (১লা মে ২০২১) সকালে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন এর নেতৃত্বে দীঘিনালার ছোট মেরুং এলাকায় ৩ কৃষকের জমির এই ধান কেটে দেন।
কৃষক মোঃ জাহেদ হোসেন,মোঃ হুমায়ুন কবীর ও আশ্রাফ উদ্দিন যখন অর্থের অভাবে এবং করোনায় শ্রমিক সংকটে পাকা ধান কাটতে পারছিলনা। ঠিক তখনেই খবর পেয়ে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন জানতে পেরে তাদের জমির ধান কেটে দেওয়ার উদ্যোগে নেই।
পরে শনিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকের প্রায় পাঁচ বিঘা জমির ধান কেটে দেওয়ার ব্যবস্থা করেন। কৃষক জাহেদ হোসেন,মোঃ হুমায়ুন কবীর ও আশ্রাফ উদ্দিন তাদের জমির ধান কেটে দেওয়ায় ধন্যবাদ জানান যুবলীগ নেতৃবৃন্দদের। সে সাথে এ ধারাবাহিকতা বজায় রাখলে কর্মহীন অভাবী মানুষরা উপকৃত হবে বলে মন্তব্য করেন তারা।