নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পানিতে ডুবে দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্য হয়েছে। শুক্রবার (৩০এপ্রিল ২০২১) সকালে পানছড়ির ৪নং লতিবান ইউপির কারিগড়পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, কারিগড় পাড়ার সুমন ত্রিপুরার সন্তান আব্রাহাম ত্রিপুরা (৫) খুমবারটি ত্রিপুরা (৮) তারা দুজন আপন ভাইবোন। প্রতিবেশী প্রাণটি ত্রিপুরা (৭) সে একই এলাকার তাপস কান্তি ত্রিপুরার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানান, পানিতে পড়ে ৩ শিশুর মারা গেছে। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
জানা যায়, বাড়ির পাশে বাঁধ দেয়া ছড়ায় সবার অজান্তে গোসল করতে যায় তিন শিশু। এক পর্যায়ে পানিতে নামলে এ ঘটনা ঘটে। অনেক খোঁজাখুজির পর ছড়ার পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।