আল-মামুন,খাগড়াছড়ি:: করোনায় কর্মহীন ৫২ আইনজীবিকে ১০ হাজার টাকা করে সংগঠনের পক্ষ থেকে প্রণোদনা দিয়েছে খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবি সমিতির ৩য় তলায় প্রণোদনার এই অর্থ তুলে দেন প্রধান অতিথি, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি সভাপতি ও জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা।
এ সময় খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি সাধারণ সম্পাদক এড. আকতার উদ্দিন মামুনসহ সিনিয়র আইনজীবিরা উপস্থিত ছিলেন। প্রণোদনা বিতরণের প্রথম দিনে ১০ হাজার টাকার করে ৪০ জনের মধ্যে ৪ লক্ষ টাকা তুলে দেন প্রধান অতিথি এড. আশুতোষ চাকমা। পরদিন অবশিষ্ট আরো ১২ আইনজীবিকে ১ লক্ষ ২০ হাজার টাকাসহ মোট ৫লক্ষ ২০ টাকা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন।
খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা বলেন, করোনা মহামারি সময় সংগঠনের পক্ষ থেকে স্থায়ী ৫২জন সদস্যের মধ্যে ৫ লক্ষ ২০ হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে। সংগঠন সব সময় সকল সদস্যের জন্য কাজ করবে এটা প্রত্যাশা থাকে। সে প্রত্যাশা পুরণে সংগঠন কাজ করছে বলে তিনি জানান।
প্রণোদনার অর্থ হাতে পেয়ে আইনজীবিরা আনন্দিত। সে সাথে এই আর্থিক এই প্রণোদনা কিছুটা হলেও অর্থ সংকট নিরসন হবে এবং সংগঠনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়ায় সভাপতি-সম্পাদককে ধন্যবাদ জানান আইনজীবিরা।