আল-মামুন,খাগড়াছড়ি:: করোনার লকডাউনে কর্মহীন,অসহায়-দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল ২০২১) দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৫শ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা রেম্রাচাই চৌধুরী,ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমাসহ দলীয় নেতাকর্মীসহ গন্যমান্যরা এতে অংশ নেয়।
ইফতার সামগ্রীতে চিনি,লবণ,ছোলা,আলু,পেঁয়াজ,ডাল,তেল ও খেজুর তুলে দেওয়া হয় অসহায়দের মাঝে। কর্মহীন অসহায় মানুষরা এসব সামগ্রী হাতে পেয়ে খুশিতে মেতে উঠে।
তারা জানান, বর্তমান সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং সরকার আন্তরিকতার কোন কমতি নেই এটি তারই প্রমাণ। এই ইফতার সামগ্রী আমাদের দূ-সময়ে সকলের মাঝে আশার আলো হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করেন উপহার হাতে পাওয়া দুস্থ ব্যাক্তি।