শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারায় প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ

নুরুল আলম:: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশজড়ে লকডাউনে কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বুধবার (২৮এপ্রিল ২০২১) সকাল ১১টায় গুইমারা উপজেলার কর্মহীন ৬শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেছেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বুধবার বেলা ১১টায় গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়স্থ অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী উপজেলার গুইমারা সদর ইউপির ২শ ২০জনের মধ্যে তুলে দেন তিনি। ধারাবাহিকভাবে বাকী ইউটিনয়নেসহ মোট ৬শ এর মাঝে সামগ্রী বিতরণ হবে এই ইফতার সামগ্রী।

প্রধান অতিথি টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি উত্তরণের সচেতনতা জরুরী। তাই সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত,মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরাধ জানান।

এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদস্য মংক্যচিং চৌধুরী, মেমং মারমা, হিরজয় ত্রিপুরা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ আবু তাহের, সহ-সভাপতি আইয়ুব আলী মেম্বার, যুবলীগ সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।

প্রসঙ্গত: মহামারী করোনা উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯উপজেলা ও ৩ পৌরসভার সাড়ে ৭হাজার মানুষের মধ্যে বিতরণ করার কথা রয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!