নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বিজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল ২০২১) দুপুরে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে উপজেলার ৪শত কৃষক কৃষাণীদের মাঝে এই বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়।
২০২০/২০২১ অর্থ বছরে খরিপ-১/২০২১-২০২২ অর্থ মৌসুমে উফশী আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় বিনা মূল্যে বিজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। এতে জন প্রতি ৩০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি ব্রি-৪৮ ধানের বীজ প্রাদান করা হয়।
গুইমারা নির্বাহী অফিসার তুষার আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশেপ্রু মারমা। এ সময় গুইমারা উপজেলা কৃষি অফিসার (অদা) ওংকার বিশ্বাস, গুইমারা ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুইজাইউ মারমা,উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, সুমন কর, মুজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্যরা এতে অংশ নেন।