আল-মামুন,খাগড়াছড়ি:: লমান লকডাউনে কর্মহীন ও সংকটে চলা আইনজীবী সহকারীকে নিজস্ব তহবিল থেকে সহায়তা দিয়েছে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.আশুতোষ চাকমা।
মঙ্গলবার দুপুর ১২টায় এই সহায়তা প্রদান করা হয়। এতে ৬৩ জন আইজীবী সহকারীকে ১০ কেজি চাল,আধা লিটার সয়াবিন তৈল তুলে দেন সংগঠনের কর্ণধাররা। এতে সংগঠনের সম্পাদক এড.আক্তার উদ্দিন মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা হাতে পেয়ে মুখভরা হাঁসি দেখা যায় আইনজীবী সহকারীদের মাঝে। এড. আশুতোষ চাকমা বলেন, করোনাকালে তেমন কাজ নেই আইনজীবী সহকারীদের।
ফলে তারা অর্থ সংকটসহ নানা সমস্যায় থাকলেও দেখার মত কেউ নেই। তাই নিজের ব্যাক্তিগত তহবিল থেকে সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।